“আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশ করার কথা বলল, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে?”– প্রশ্ন রেখেছেন এই বিএনপি নেতা।
Published : 15 Feb 2023, 02:30 PM
বিরোধীদলের ‘কর্মসূচি নিধনে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্রমাগত দ্বন্দ্ব সংঘাতের ‘উসকানি দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বলেন, “বিরোধীদল সচেতেনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনে আসেন খন্দকার মোশাররফ। এসময় তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ তোলেন সরকারের বিরুদ্ধে।
মোশাররফ বলেন, “আপনারা জানেন, ইউনিয়নে পদযাত্রাকে বিভিন্ন জায়গায় ওরা বাধা দিয়েছে। তার অর্থ কী? আমাদের প্রত্যেকটি ইউনিয়নে নেতাকর্মীরা এই কর্মসূচিতে রাস্তায় নেমেছে।
“আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশ করার কথা বলল, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে? তারা তো শান্তি সমাবেশ করতে পারেনি। এই পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে যে, তারা দূর্বল, তারা দৈন্যদশায় পড়েছে এবং আবোল-তাবোল কর্মসূচি দিচ্ছে।”
তিনি বলেন, “দেশের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধীদলের সভা-সমাবেশ-মিছিলে জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করেছে।”
সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির অভিমত জানতে চাইলে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি খন্দকার মোশাররফ।
তিনি বলেন, “গত প্রেস ব্রিফিংয়েও আপনারা এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। আমি একই জবাব দেব। এটা বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের কোন আগ্রহও নেই। ব্যাখ্যাও দিতে চাই না।”
আওয়ামী লীগের প্রার্থী মো. সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যিনি দুদকের একজন সাবেক কমিশনার। ইতোমধ্যে তাকে বিজয়ী ঘোষণা করে গেজেটও প্রকাশ করা হয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু থেকেই ‘আগ্রহ না থাকার’ কথা জানিয়ে আসছে বিএনপি।
অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিতি ছিলেন সংবাদ সম্মেলনে।