যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের বৈঠক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের আমন্ত্রণে তার বাসভবনে গিয়েছিলেন বিএনপি নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 10:17 AM
Updated : 16 April 2023, 10:17 AM

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রোববার দুপুর ১২টায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক শুরু হয়।

তিনি বলেন, “রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার বাসায় বৈঠক হয়েছে।“

আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির তরফ থেকে কিছু জানানো হয়নি। 

তবে যুক্তরাষ্ট্র দূতাবাস এক ফেইসবুক পোস্টে বলেছে, বৈঠকে “অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব” নিয়ে আলোচনা হয়েছে।