শুক্রবার রাতে উত্তরার বাসা থেকে রবকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
Published : 13 May 2023, 02:29 PM
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সভাপতি আ স ম আবদুর রবকে। অনেকদিন ধরেই তিনি হৃদরোগে ভুগছেন।
রবের স্ত্রী তানিয়া রব জানিয়েছেন, উত্তরার বাসায় শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ আ ফ ম সোহরাবুজ্জমানের তত্ত্বাবধানে তার স্বামীর চিকিৎসা চলছে।
গত বছরের জুন মাসেও একবার হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন রব।
শনিবার সকালে ৭৮ বছর বয়সী রবকে হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে দেওয়া হয়।
সকালে রবকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় তানিয়া রব ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন সেখানে ছিলেন।
পরে হাসপাতালের বাইরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, “উনাকে (রব) দেখতে এসেছিলাম। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা করছেন।“
এই প্রবীণ রাজনীতিকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল।