“যদি প্রয়োজন না পড়ে তাহলে ডাকবে না, উপদেশ দিব না, সোজা হিসাব।”
Published : 19 Oct 2024, 04:19 PM
রাষ্ট্র সংস্কারে জাতীয় পার্টির উপদেশ প্রয়োজন পড়েনি বলে প্রধান উপদেষ্টার চতুর্থ দফা সংলাপেও ডাক পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শনিবার বিকাল ৩টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এই সংলাপে গণফোরাম, এলডিপি, লেবার পার্টির মতো রাজনৈতিক দলের ডাক পড়লেও জাতীয় পার্টিকে (জাপা) ডাকা হয়নি।
এবারের সংলাপে আমন্ত্রণ পাওয়ার অপেক্ষায় ছিলেন জাতীয় পার্টির নেতারা। শেষ পর্যন্ত আশাহত হতে হয়েছে দলটির নেতা-কর্মীদের।
এ বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আজকের সংলাপের দাওয়াত পাই নাই।”
কেন ডাকা হয়নি জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “এটা তো আমরা বলতে পারব না, যাদের ডাকার কথা উত্তরটা উনারা দিবে, আমরা তো এর উত্তর দিতে পারব না।”
আপনারা সংলাপে ডাকার প্রত্যাশা করেছিলেন কি না এমন প্রশ্নে চুন্নু বলেন, “আমরা কিছুই মনে করি না, সরকার যদি আমাদের উপদেশের প্রয়োজন মনে করে, তাহলে তারা ডাকতই। উনারা প্রয়োজন মনে করে নাই, তাই ডাকে নাই।
“প্রয়োজন মনে করে ভবিষ্যতে উপদেশ দেওয়ার জন্য ডাকলে উপদেশ দিব। যদি প্রয়োজন না পড়ে তাহলে ডাকবে না, উপদেশ দিব না, সোজা হিসাব।”
চুন্নু আরও বলেন, “প্রথম ডাকছে, তখন আমরা উপদেশ দিয়েছি, এখন হয়তো আমাদের উপদেশ প্রযোজন হয় নাই, তাই ডাকে নাই। ডাকতে হবে বা আমাদের যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই।”
সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে প্রধান উপদেষ্টার চতুর্থ দফা সংলাপ। সবশেষ সংলাপ হয়েছিল গত ৫ অক্টোবর।
উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, এই ধাপে আলোচনার জন্য গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানো হয়েছে।