যুবলীগের এই বহিষ্কৃত নেতার বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় অভিযোগ গঠনের শুনানিও পিছিয়ে গেছে।
Published : 19 Sep 2022, 02:25 PM
অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে আদালত।
ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান সোমবার এ সিদ্ধান্ত দেন।
এদিন অভিযোগ গঠনের শুনানির দিন থাকায় জামিনে থাকা সম্রাট আদালতে উপস্থিত হন। তবে তার আইনজীবী এহসানুল হক সমাজী দেশের বাইরে থাকায় অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করা হয়।
সম্রাটের আরেক আইনজীবী তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আগামি ২০ অক্টোবর পর্যন্ত সম্রাটের জামিন বহাল রাখেন।
সম্রাট ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগের ঢাকা মহানগরের দক্ষিণ শাখার সভাপতি। ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালে তিনি গ্রেপ্তার হন। এরপর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।
চলতি বছর এপ্রিল-মে সময়ে অস্ত্র, অর্থ পাচার, মাদক ও অবৈধ সম্পদ অর্জনের চার মামলায় জামিন পান সম্রাট। সে সময় ৩১ মাস পর মুক্তি মেলে তার।
তবে গত ১৮ মে হাই কোর্ট জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দিলে আবার তার বন্দিজীবন শুরু হয়।
এর পর অবৈধ সম্পদ অর্জনের মামলাতেই গত ২২ অগাস্ট বিচারক মো. আসিফুজ্জামন তাকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। ফলে সম্রাটের ফের মুক্তি মেলে। তবে ওই জামিন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা বলে রেখেছে দুদক।