সবমিলে একদিনে নতুন কমিটি পেল ১১টি সাংগঠনিক জেলা।
Published : 02 Feb 2025, 04:05 PM
জাতীয় সম্মেলনকে সামনে রেখে আরও চার সাংগঠনিক জেলায় আহ্বায়ক কমিটি দিয়েছে বিএনপি।
জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, মাগুরা, নোয়খালী ও কুমিল্লা।
রোববার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
এদিন সকালেই নাটোর, বান্দরবান, দক্ষিণ চট্টগ্রাম, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে একদিনে নতুন কমিটি পেল ১১টি সাংগঠনিক জেলা।
কুড়িগ্রাম: আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ।
মাগুরা: আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন।
নোয়াখালী: আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ।
কুমিল্লা: আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
চলতি বছর নাগাদ জাতীয় সম্মেলন আয়োজন করতে চাইছে বিএনপি। এর অংশ হিসেবে বিভিন্ন জেলায় কমিটি গঠন করছে দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। বিএনপির সবশেষ ষষ্ঠ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।
বিএনপি: ৭ জেলায় আহ্বায় কমিটি, মেহেরপুর পেল পূর্ণাঙ্গ কমিটি