সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রকাশ্যে অনুসন্ধানের কথা জানিয়েছে দুদক।
Published : 22 Oct 2024, 06:23 PM
বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের দুই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মঙ্গলবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।
গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের বিরুদ্ধে দুদকে করা অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। নিজ নামে গাজীপুরের জয়দেবপুরে তিন তলা ভবন, একই এলাকায় আরেকটি দুই তলা ভবন এবং তার নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, মোজাম্মেল হকের নামে দুটি গাড়ি রয়েছে। গাজীপুরের বিভিন্ন মৌজায় ৬৯১ দশমিক ৮ শতক জমি এবং ১০১ দশমিক ৪৮৫ শতক অকৃষি জমি রয়েছে। মন্ত্রী থাকাকালে কোটি কোটি টাকার বিনিময়ে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন।
অপরদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাহিদের বিরুদ্ধে দুদকে দেওয়া অভিযোগে বলা হয়, শিক্ষা মন্ত্রী থাকাকালে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন গ্রহণ করে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। নিজ নামে উত্তরা আবাসিক এলাকায় ফ্ল্যাটসহ পাঁচ কাঠা জমি, নিকুঞ্জ আবাসাকি এলাকায় তিন কাঠা জমি, তার একক ও যৌথ মালিকানায় সিলেট বিয়ানীবাজারে অকৃষি জমি, বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ, স্ত্রীর নামে সঞ্চয়পত্রে বিনিয়োগ, বিভিন্ন ব্যাংকে জমা ও একটি গাড়ি রয়েছে।
এছাড়া নাহিদ তার ভাই যুক্তরাজ্যে প্রবাসী ডা. নজরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু কামাল আহমদের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।