২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে।
Published : 23 Mar 2024, 06:24 PM
সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী বলেন, “স্যার ও ম্যাডাম (রাহাত আরা বেগম) হেলথ চেকআপ করতে সিঙ্গাপুর গিয়েছিলেন। আজকে বিকালে উনারা ফিরেছেন।”
প্রায় সাড়ে তিন মাস কারাবাসের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিন মুক্তি পান মির্জা ফখরুল। পরে তিনি শ্যামলী স্পেশালাইজিড হাসপাতালে অধ্যাপক শামসুল আরেফীনের তত্ত্বাবধায়নে চিকিৎসা নেন। এরপর ৪ মার্চ স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন ফখরুল। এরপর প্রতিবছরই তাকে যেতে হচ্ছে ‘ফলোআপ’ চিকিৎসার জন্য। সর্বশেষ ২০২৩ সালের ২৪ আগস্ট ফখরুল সিঙ্গাপুরে যান।