ফের কাজ করার সুযোগ চান হাছান

হাছান মাহমুদের অভিযোগ, “গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে বিএনপি ঘোষণা দিয়ে সারাদেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে।“

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 12:34 PM
Updated : 19 Nov 2023, 12:34 PM

দল চাইলে ফের জনউন্নয়নে কাজ করার সুযোগ চান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৭ আসনের জন্য দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, "গত তিনবার আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আমার উপর আস্থা রেখেছেন। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। এবারে যদি দল আমাকে মনোনয়ন দেয়। তাহলে আমি জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাব।“

হাছান মাহমুদ ২০০৮ সালে চট্টগ্রাম-৬ আসন থেকে এবং ২০১৪ এবং ২০১৮ সালে দশম ও একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে জয়ী হন।

সব সময় নির্বাচনী এলাকায় মানুষের ‘পাশে থাকার’ দাবি করে হাছান বলেন, “এত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যে থেকেও আমি নির্বাচনী এলাকায় প্রতি সপ্তাহে গেছি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর সব মানুষের জন্য কাজ করেছি। দলের ঊর্ধ্বে উঠে, দলমত নির্বিশেষে সব মানুষের পাশে থেকে কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি আশা করি দল মত নির্বিশেষে সবাই আমাকে নির্বাচিত করবে।"

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "আপনারা জানেন একটি দল নির্বাচন বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছে। নির্বাচন বর্জন যে কেউ করতে পারে। কিন্তু প্রতিহত করার অধিকার কারো নেই।“

হাছান অভিযোগ করে বলেন, “গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে তারাই (বিএনপি) ঘোষণা দিয়ে সারাদেশে আগুন সন্ত্রাস চালাচ্ছে।“

আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার ‘বদ্ধপরিকর’ জানিয়ে তিনি বলেছেন গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে।

দেশের মানুষ ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বলেও আশা রাখেন তিনি।

জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে তথ্য মন্ত্রী বলেন, “আদালতের আগের রায়টি উচ্চ আদালত বল রেখেছে। এটি সম্পূর্ণ আদালতের এখতিয়ার।"