মঙ্গলবার নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ এবং গণতান্ত্রিক বাম ঐক্য জোটের সঙ্গে বৈঠক।
Published : 10 Jul 2023, 09:58 PM
বিভিন্ন রাজনৈতিক জোটের সঙ্গে বৈঠক করে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।
আগামী বুধবার আলাদা আলাদা সমাবেশ থেকে এ কর্মসূচি যুগপৎভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে দলটির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি এবং রেজা কিবরিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদের পৃথক বৈঠক হয়।
গণতন্ত্র মঞ্চ ও এলডিপির বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। এসব বৈঠকে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আবদুল আউয়াল মিন্টু।
গণতন্ত্র মঞ্চের বৈঠকে ছিলেন জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম।
বাংলাদেশ গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) প্রতিনিধি দলে ছিলেন দলের ফারুক হাসান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, জে আবেদীন শিশির, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আতিকুল্লাহ, তারেক রহমান, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, শেখ খায়রুল কবির, মো. তারেক রহমান ও মোহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন।
রেজা কিবরিয়া চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
এলডিপির বৈঠকে ছিলেন দলের মহাসচিব রেদোয়ান আহমেদ, নিয়ামুল বশির, এস এম মোরশেদ, অধ্যক্ষ সাকলাইন, মাহবুবুর রহমান, বিল্লাহ হোসেন মিয়াজী ও আবুল হাসেম এবং লেবার পার্টির বৈঠকে ছিলেন দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এস এম ইউসুফ, আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও খোন্দকার মিরাজুল ইসলাম।
নুরুল হক নুর নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদের অংশের সঙ্গে মঙ্গলবার সকাল ১১টায় এবং গণতান্ত্রিক বাম ঐক্য জোটের সঙ্গে বিকাল ৩টায় গুলশানে বিএনপি নেতাদের বৈঠক রয়েছে।