ফখরুল-আব্বাসের জামিনের জন্য আবার আবেদন

ঢাকার আদালতে বৃহস্পতিবার হবে এই আবেদনের শুনানি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2022, 12:30 PM
Updated : 14 Dec 2022, 12:30 PM

কারাবন্দি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জন্য আবার জামিনের আবেদন হয়েছে ঢাকার হাকিম আদালতে।

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর কাছে বিশেষ জামিন আবেদন নিয়ে যান বিএনপি নেতাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এবং মহিউদ্দিন চৌধুরী।

আদালত বৃহস্পতিবার এই আবেদনের শুনানির দিন ঠিক করে দিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত ১০ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে।

ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে টানাপড়েনের মধ্যে সমাবেশের আগের দিন তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও উস্কানি দেওয়ার মামলা করে পুলিশ।

গত ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, তাতে একজন নিহত এবং পুলিশসহ অনেকে আহত হয়।

Also Read: জামিন মেলেনি, ফখরুল ও আব্বাস কারাগারে

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে হাতবোমা ছোড়া হয়েছে অভিযোগ তুলে তখন ওই কার্যালয়ের ভেতরে অভিযান চালায় পুলিশ, গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ কয়েকশ নেতা-কর্মীকে।

সেদিন ফখরুলকে গ্রেপ্তার না করলেও পরদিন রাতে বাড়ি থেকে তাকে আটক করা হয়, একই রাতে আটক করা হয় মির্জা আব্বাসকেও।

পরদিন ৯ ডিসেম্বর তাদের নয়া পল্টনে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় আদালতে। আদালতে তাদের পক্ষে জামিন আবেদন হলেও তা নাকচ করে পাঠানো হয় কারাগারে। এরপর ১২ ডিসেম্বরও তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়।

বিএনপি কার্যালয়ে ৭ ডিসেম্বরের অভিযানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েলকে আটক করা হয়। তার মধ্যে কেবল আমান ও জুয়েল জামিনে ছাড়া পেয়েছেন।

Also Read: নয়া পল্টনে সংঘর্ষ: উসকানির অভিযোগে গ্রেপ্তার ফখরুল ও আব্বাস

Also Read: 'উৎকণ্ঠা-উত্তেজনার' পারদ কী নামল সমাবেশ শেষে