মহিউদ্দিন বাচ্চু এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করেছেন বলে অভিযোগ করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম।
Published : 05 Jan 2024, 07:37 PM
নির্বাচনি এলাকায় ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে অনুদানের চেক বিতরণ করায় চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে আদালতে অভিযোগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম সাক্ষরিত চিঠিতে নগরীর খুলশী থানার নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
এই চেক বিতরণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন হয়েছে বলে সিদ্ধান্তে এসেছে নির্বাচন কমিশন।
আচরণ বিধিমালার ৩ ধারা অনুসারে, কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে চাঁদা বা অনুদান দিতে বা দেওয়ার অঙ্গীকার করতে পারবেন না।
মহিউদ্দিন বাচ্চু এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করেছেন বলে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম।
এ বিষয়ে জানতে শুক্রবার মহিউদ্দিন বাচ্চুকে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।
গত মঙ্গলবার এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, “আমি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি সাড়ে ৩ মাসের কিছু বেশি। সংসদ সদস্য হিসেবে সরকারি অনুদান বিতরণের দায়িত্ব ছিল আমার। সেসব চেক বিতরণ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে। যে প্রতিষ্ঠান অনুদান পেয়েছে তাদের কোনো একজন প্রতিনিধি সাক্ষর করে সেই চেক নিয়েছেন। সেখানে আমার কোনো ব্যক্তিগত সম্পৃক্ততার বিষয় নেই।”
আফসারুল আমীনের মৃত্যুতে ফাঁকা হওয়া চট্টগ্রাম-১০ আসনে গত বছরের ৩০ অগাস্ট হওয়া উপ-নির্বাচনে জিতে সংসদ সদস্য হন মহিউদ্দিন বাচ্চু।