Published : 28 Dec 2023, 02:51 PM
এক যুগ আগের একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদসহ আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর গুলশান থানার এ মামলার রায় ঘোষণা করেন।
আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ এবং বিএনপির সাবেক নেতা মো. হানিফকে দণ্ডবিধির দুটি ধারায় মোট ২১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; যা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
অপর পাঁচ আসামি এম এ আউয়াল খান, মো. রাসেল, মঈনুল ইসলাম, বাবুল হোসেন ওরফে বাবু ও আলমগীর বিশ্বাস ওরফে রাজুকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় মোট ৪২ মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে; যা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জানান, অভিযোগ সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার বাকি ১১ আসামিকে খালাস দিয়েছেন বিচারক।
খালাস পাওয়া ১১ জন হলেন- এম এ কাউয়ুম, মো. দুলাল, তোফায়েল আহম্মেদ ওরফে লিটন, জাহাঙ্গীর শিকদার ওরফে বাবু, আরিফুল ইসলাম, বিল্লাল হোসেন, সামসুল হক মিয়াজী, বিপ্লব, খুরশিদ আলম মমতাজ, মোশারফ হোসেন ও মাহাবুব।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ৪ জুন সন্ধ্যায় গুলশান থানাধীন মহাখালী ওয়্যারলেস গেট পানির ট্যাংকির সামনে রাস্তার ওপর ‘অবৈধ সমাবেশ থেকে আক্রমণ চালিয়ে পুলিশের কাজে বাধা দেন আসামিরা। তারা রাস্তার চলাচলরত গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
২০১৪ সালের ২৯ এপ্রিল গুলশান থানার এসআই কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দেন। ২০২২ সালের ২৫ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে এ মামালায় আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত।