“যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামাতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে,” বলেন তিনি।
Published : 11 Feb 2024, 09:23 AM
নিরপেক্ষ-নির্দলীয় সরকারের দাবির আড়ালে বিএনপি-জামায়াতের পক্ষের ‘ছদ্মবেশী সরকার গঠনের জন্য ষড়যন্ত্র চলছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
শুক্রবার ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির সভায় ইনু এ কথা বলেন।
তিনি বলেন,“বিএনপি-জমায়াতের সরকার উৎখাত করে দল নিরপেক্ষ সরকারের দাবি যতই নিষ্পাপ হোক না কেন, দল নিরপেক্ষ সরকারের দাবিটাই জামায়াত-বিএনপির পক্ষে ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।
“যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামায়াত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামাতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে।”
‘দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান ইনু।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)