এর আগে গত ২৫ নভেম্বর কমিটির সদস্য হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা।
Published : 09 Dec 2024, 10:37 PM
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের সই করা একসংবাদ বিজ্ঞপ্তিতে তাকে কমিটির এ দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
এর আগে গত ২৫ নভেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমসহ ৪৫ জনকে জাতীয় নাগরিক কমিটির সদস্য করা হয়েছিল।
তাকে নতুন এ দায়িত্ব দেওয়ার বিষয়ে নাগরিক কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হল।"
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার তুমুল গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নেতাদের অনেকে এ কমিটিতে রয়েছেন।
এরই মধ্যে দেশের ৪৪টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। এর মধ্যে ঢাকার থানা ১৯টি, বাকি ২৫টি থানা-উপজেলা ঢাকার বাইরের।
প্রতিনিধি কমিটিগুলো আগামী ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিতে রূপান্তর হওয়ার কথা রয়েছে। চলতি ডিসেম্বরের মধ্যেই দেশের সব থানায় কমিটি গঠনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্যসচিব ও সামান্তা শারমিনকে মুখপাত্র করে গত ৮ সেপ্টেম্বর ৫৫ সদস্যের এ কমিটি করা হয়।