বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মহাসচিবের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।
Published : 03 Mar 2025, 02:25 PM
অসুস্থবোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে গুলশানে ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, “গতকাল (রোববার) সকালে চিকিৎসকদের পরামর্শে স্যারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্যারকে কেবিনে রাখা হয়েছে।
“আজকে স্যারের অবস্থা অনেকটাই ভালো। তিনি এখন সুস্থ আছেন।”
ইউনাটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফখরুলের রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। আর বুকে কাশি জমাট বাধায় শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বলবোধ করছিলেন তিনি। এখন তিনি সুস্থ আছেন।
হাসপাতালে মির্জা ফখরুলের পাশে আছেন তার সহধর্মিনী রাহাত আরা বেগম ও তার ছোট মেয়ে মির্জা সাফারুহ। দলের নেতাকর্মী ও সমর্থকদের হাসপাতালে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।
লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে মহাসচিবের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।