সারাদেশে সাত দাবিতে বাম জোটের ১৫ দিনের কর্মসূচি

আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাম দলগুলো।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2022, 11:14 AM
Updated : 11 Nov 2022, 11:14 AM

নিত্যপণ্যের দাম কমানো, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ সাত দাবিতে সারাদেশে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার জোটের পক্ষে সিপিবি নেতা লুনা নূরের সই করা এক বিজ্ঞপ্তিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্য্ন্ত এই কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ১১টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে এক সভা হয়। সেখানে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভের পক্ষকালব্যাপী কর্মসূচির সিদ্ধান্ত হয়। দলগুলোর কেন্দ্রীয় নেতারাও এসব কর্মসূচিতে যোগ দেবেন।

কর্মসূচি ঘোষণার সভায় সিপিবির সাধারণ সম্পাদক ও জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, সিপিবির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ (মার্ক্সবাদী)- এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া উপস্থিত ছিলেন।