“শেখ হাসিনার ওয়াদা তিনি পূরণ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের হারবে কি জিতবে, তার চেয়ে বড় কথা এই নির্বাচনে গণতন্ত্র জয়লাভ হয়েছে”, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Published : 26 May 2023, 08:06 PM
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীর পরাজয়ে ‘গণতন্ত্রের বিজয়’ দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‘সুষ্ঠু ও অবাধ’ নির্বাচনের আয়োজন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ক্ষমতাসীন দল তার প্রার্থীকে জোর করে জেতাতে চায়নি।
শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন কাদের। প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের শাস্তির দাবিতে এই জমায়েত হয়।
সেখানে আওয়ামী লীগ নেতার বক্তব্যে প্রাধান্য পায় আগের দিন ঢাকা লাগোয়া জনপদ গাজীপুরের নির্বাচন প্রসঙ্গ।
তিনি বলেন, “মানুষ সবচেয়ে বেশি খুশি হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য। আওয়ামী লীগ জোর করে নিজের প্রার্থীকে জেতাতে যায়নি।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন এবং হয়েছে; যা সারাদেশে প্রশংসিত হয়েছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।”
কাদের বলেন, “এই নির্বাচনে একটি বিষয় স্পষ্ট, মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা নির্বাচন নিয়ে যে ‘মিথ্যাচার’ করেছেন যে, এই সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারে না, করবে না, সেটা গাজীপুরে মিথ্যা প্রমাণ হয়েছে।
“শেখ হাসিনার ওয়াদা তিনি পূরণ করেছেন। নির্বাচনে আওয়ামী লীগের হারবে কি জিতবে, তার চেয়ে বড় কথা এই নির্বাচনে গণতন্ত্র জয়লাভ হয়েছে।”
গাজীপুরের ভোটকে আগামী জাতীয় নির্বাচনের আগে জনমত যাচাইয়ের প্রথম বড় সুযোগ হিসেবে দেখছিলেন অনেকে, আর তাতে হেরে গেছে আওয়ামী লীগ।
নৌকা প্রতীক নিয়ে হেরে গেছেন আজমত উল্লা খান। জিতেছেন গত নির্বাচনে নৌকা নিয়ে জয়ী জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
টেবিল ঘড়ি নিয়ে জায়েদা ভোট পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪টি। নৌকা নিয়ে আজমত পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ব্যবধান ১৬ হাজার ১৯৭।
ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গীর। তবে ঋণ খেলাপির জামিনদার হওয়ায় বাদ পড়ে যান। পরে মাকে নিয়ে আগান তিনি।
দেড় বছরের বহিষ্কারাদেশ কাটিয়ে দলে ফেরার চার মাসের মাথায় বিদ্রোহী হয়ে আবার আওয়ামী লীগের পদ হারিয়েছেন জাহাঙ্গীর। নির্বাচনে মায়ের জয়ের পর অবশ্য তিনি বলেছেন, “গাজীপুরে জয় হয়েছে নৌকার, জয় হয়েছে আওয়ামী লীগের, হেরেছেন ব্যক্তি।”
সেখানে বিএনপির গতবারের প্রার্থী হাসানউদ্দিন সরকারের ভাতিজা সরকার শাহ নূর ইসলাম রনি স্বতন্ত্র প্রার্থী হলেও সুবিধা করতে পারেননি; পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।
গাজীপুরের পর আরও চারটি সিটি করপোরেশনে ভোট হতে যাচ্ছে। এর মধ্যে ১২ জুন হতে যাচ্ছে বরিশাল ও খুলনায়। রাজশাহী ও সিলেটে ভোট হবে ২১ জুন। এর কোনোটিতেই বিএনপি প্রার্থী দেয়নি।
তবে গাজীপুরের মতো বরিশালেও বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থী আছে। সেখানে ভোটে লড়ছেন বিএনপির সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন।
গাজীপুরের মত ওই চারটি সিটি করপোরেশন নির্বাচন এবং জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
যুক্তরাজ্যের সাময়িকী দ্য ইকোনোমিস্ট এর একটি নিবন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘লৌহ মানবী’ হিসেবে বর্ণনা করার প্রসঙ্গও উঠে আসে তার বক্তব্যে।
তিনি বলেন, “সেখানে বলা হয়েছে ক্ষমতায় তিনি (শেখ হাসিনা) দীর্ঘদিন আছেন বলে বাংলাদেশের উন্নয়ন-সমৃদ্ধি অনেক বেড়েছে এবং দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।
“বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আজ সারা দুনিয়া প্রশংসা করে। আর দেশের একটি মহল দিনরাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়, তাকে হত্যার হুমকি দেয়।”
বিএনপি নেতা চাঁদের ‘হুমকির’ প্রসঙ্গ ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এসব বক্তব্যে বাংলাদেশের মানুষ কষ্ট পায়। এই কথা বলে লক্ষ লক্ষ ভোট আওয়ামী লীগের হয়েছে। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে তোমাদের (বিএনপি) ভোট কমে যাবে। আরো কমে যাবে। তলানিতে গিয়ে ঠেকবে।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গও উঠে আসে কাদেরের বক্তব্যে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি মির্জা ফখরুলকে জিজ্ঞেস করি, আপনাদের নেত্রীর জন্মতারিখ কয়টা? আগে ছিল পাঁচটা। করোনা টেস্টে আরো একটা বেড়েছে।
“একটা মানুষের ছয়টা জন্মদিবস! যে দলের প্রধানের একাধিক জন্মতারিখ, সেই মিথ্যাবাদী দলের ক্ষমতায় আসার কোনো অধিকার নেই। তারা ১৫ অগাস্টে মিথ্যা জন্মদিন পালন করে।”
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।