শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আটক করা হয় এহসানুল হুদাকে।
Published : 12 Nov 2023, 09:09 PM
ঢাকায় বিএনপির সমাবেশের দিন সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে ছয় দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
এহসানুল হুদার জামিন আবেদন নাকচ করে দিয়ে ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী রোববার এ আদেশ দেন।
রমনা থানার এক মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম এদিন আসামি এহসানুল হুদাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে হুদার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ দলীয় জোটের আলোচনা সভা হওয়ার কথা ছিল। সেখানে যোগ দিতে সেগুনবাগিচায় যান এহসানুল হুদা। বিকেল সোয়া ৩টার দিকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকার পতনের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন সরকার স্থাপনায় হামলা হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।
মামলায় বলা হয়, বিএনপির মহাসমাবেশ শুরুর আগে নেতা-কর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক ও গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুড়তে থাকে।
এরা আগে মির্জা ফখরুলসহ বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে এ মামরায় গ্রেপ্তার করা হয়েছে। এবার সমমনা দল বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যানকেও ওই মামলায় রিমান্ডে নেওয়া হল।