Published : 28 Oct 2024, 12:44 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি।
সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেপালের রাষ্ট্রদূতের গাড়ি প্রবেশ করে।
মির্জা ফখরুলের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন; আর নেপালি রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস ললিতা সিলওয়াল।
বৈঠকে পর আমীর খসরু বলেন, “নেপালের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
খসরু বলেছেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নেপালে সাথে বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা রাখা হয়েছে।
“মানবাধিকার, সুশাসন, দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ক এর প্রতিফলন আমরা আগামীদিনগুলোতে দেখতে চাই।”
তিনি বলেন, “দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক নিয়ে আলোচনা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্ক নিয়ে যে স্বপ্ন ছিল সেটা আমরা সেই জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি। নেপালের রাষ্ট্রদূত তারাও সেটা মনে করছেন যে, সার্ককের মাধ্যমে যে স্বপ্ন ছিল সেটা আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি।
“সেই কাজটা আমরা করতে যাব নেপালের পক্ষ থেকে সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য, যাতায়াতের জন্য যে একে অপরকে সহযোগিতা করার যে সুযোগ আছে, সম্ভাবনা আছে সেটা করার যে সুযোগ আছে সবাই মিলে আমরা সার্ককে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারে কাজ করব এটা নিয়ে আলোচনা হয়েছে।”
নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে কীভাবে আনা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলেও আমীর খসরু জানিয়েছেন।