Published : 23 Apr 2024, 06:59 PM
Updated : 28 Apr 2024, 07:22 PM
একজন ব্যস্ত রাজনীতির মাঠ নিয়ে, আরেকজন পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশে দেখা-সাক্ষাতের সময় সুযোগ মেলে কম। কিন্তু দূরদেশের মাটিতে সেই সুযোগ যখন পাওয়া গেল, দুই সহশিল্পীর কেউই তা হাতছাড়া করেননি। মৌসুমীর নিমন্ত্রণে তার নিউ ইয়র্কের বাসায় যান ফেরদৌস। দুজনের খাওয়াদাওয়া আর আড্ডার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা, সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।