২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মা ও আমার বর্ণিল ক্যানসার-যাত্রা
ফারজানা আলীর মা আকলিমা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন দুই দশক আগে। তখন মেয়ে ছিলেন মায়ের কেয়ারগিভার। এরপর ২০০৮-এ আবারও ক্যান্সারে আক্রান্ত হন মা এবং তখনও মেয়ে কেয়ারগিভার হয়ে মায়ের পাশে ছিলেন। এর ঠিক ৬ মাস পর ২০০৯ সালের এপ্রিল জানা গেল ফারজানাও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারজয়ী এই দুই নারী এখন ভালো আছেন। ২০২৩ সালের ১২ জুলাই ফারজানার জন্মদিনে তোলা হয়েছিল মা-মেয়ের এ ছবিটি