Published : 03 May 2025, 09:06 AM
ভারতের গোয়া রাজ্যের লাইরাই দেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত ৬ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।
উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কৌশলের বরাতে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমটি লিখেছে, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে বলেছেন, দুই পুরুষ ও দুই নারীসহ নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ঘটনার পর জরুরি তৎপরতা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা জরুরি সেবা ১০৮ এর মাধ্যমে পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনটিকে আসিলোতে রাখা হয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আরও তিনটিকে প্রস্তুত রাখা হয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ বলেন, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
“আমরা প্রতিটি রোগীর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তদারকির জন্য জিএমসি ও আসিলো থেকে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। নিয়মিত আপডেট দেওয়া হবে।”
এনডিটিভি লিখেছে, শিরগাও যাত্রা বা লাইরাই দেবী যাত্রা হচ্ছে একটি হিন্দু উৎসব, যা প্রতি বছর উত্তর গোয়ার শিরগাও গ্রামে উদযাপিত হয়। যাকে ঘিরে এই উৎসব, সেই দেবী লাইরাইকে দেবী পার্বতীর একটি রূপ এবং সাত বোন দেবীর একজন বলে বিশ্বাস করা হয়।
এ উৎসবের বিশেষত্ব হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধোঁদাচি যাত্রা’; সেখানে ভক্তরা খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যান।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, পদদলিত হওয়ার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করছে।
প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় এক হাজার পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছিল। ভিড়ের গতিবিধির উপর নজরদারির জন্য ড্রোনও রাখা হয়েছিল।
শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী সাওয়ান্ত, তার স্ত্রী সুলক্ষণা, রাজ্যসভার সাংসদ সদানন্দ শেঠ তানাওয়াড়ে, বিধায়ক প্রেমেন্দ্র শেট এবং কার্লোস ফেরেইরা যাত্রা পরিদর্শন করেন।