নিজেকে হাত দিয়ে বাতাস করতে করতে ড্রিউ ব্যারিমোর বলে ওঠেন, “ওহ! আমার খুব গরম লাগছে।”
Published : 29 Apr 2023, 02:16 PM
দ্য ড্রিউ ব্যারিমোর শো সেদিন জমে উঠেছিল দুই তারকা অতিথি জেনিফার অ্যানিস্টন এবং অ্যাডাম স্যান্ডলারের উপস্থিতিতে। সিনে পাড়ার দুই সহকর্মীকে পেয়ে নিজের শোতে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন উপস্থাপক ড্রিউ ব্যারিমোর।
এক পর্যায়ে স্টুডিওতে সাজানো ছোট আসবাব নিজেই ঠেলে সরিয়ে সোফা টেনে জেনিফার অ্যানিস্টনের কাছ ঘেঁষে বসেন তিনি। তখনই হঠাৎ ভীষণ গরম লাগতে থাকে তার। সাদা জামার উপরে পরা কালো কোট খুলে ফেলেন তৎক্ষণাৎ।
দুই অতিথি ও দর্শকের সামনে নিজেকে হাত দিয়ে বাতাস করতে করতে ড্রিউ ব্যারিমোর বলে ওঠেন, “ওহ! আমার খুব গরম লাগছে।
“মনে হচ্ছে আমার মেনোপজের আগের উপসর্গ দেখা দিল প্রথম; হট ফ্ল্যাশ। এই প্রথম হল এমন, মনে হচ্ছে এটা আমার প্রথম হট ফ্ল্যাশ।”
হঠাৎ হট ফ্ল্যাশে বেসামাল ড্রিউ ব্যারিমোরের জামায় আটকানো মাইক ওই মুহূর্তে ঠিকঠাক করে দিতে দিতে জেনিফার অ্যানিস্টন বলে ওঠেন, “আমি দারুণ সম্মানিত বোধ করছি।”
হেসে উঠে ৪৮ বছর বয়সী অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর বলেন, “আমি খুবই দুঃখিত। মনে হচ্ছে শেষ পর্যন্ত আমার হল। তোমরা কি বুঝতে পারছ কিছু?”
জেনিফার অ্যানিস্টন বলে ওঠেন, “আমি বুঝতে পারছি, ভেতরে গরম অনুভব হচ্ছে।”
ড্রিউ ব্যারিমোর বলেন, ”অথবা হতে পারে আমি আসলে এখন খুব উত্তেজিত।”
ফিফটি ফার্স্ট ডেট সিনেমায় তার নায়ক অ্যাডাম স্যান্ডলার এসময় বলেন, “তোমার হাত তো বেশ গরম।”
জবাবে ড্রিউ ব্যারিমোর বলেন, “যাক, তবু ভালো, যদি হাত ঠাণ্ডা হত তাহলে বিষয়টা দুঃশ্চিন্তারই ছিল।”
দ্য ড্রিউ ব্যারিমোর শোয়ের এই উপস্থাপক এরপর বলে ওঠেন, “আমি সত্যি ভাগ্যবান, এই মুহূর্তকে বন্দি করতে পেরেছি।”
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডেপেন্ডেন্ট বলছে, এ প্রসঙ্গে টেলিভিশনে এবারই প্রথম কথা বলছেন না ব্যারিমোর।
সম্প্রতি সিবিএস চ্যানেলে গেইল কিংয়ের সঙ্গে পেরিমেনোপজ ও মেনোপজ প্রসঙ্গে নিজের যন্ত্রণা ও অতিরিক্ত রক্তপাত নিয়ে কথা বলেন চার্লিস অ্যাঞ্জেলস তারকা ব্যারিমোর।