স্বজন ও বন্ধুদের নিয়ে একটু খোলা জায়গায় ঘোরাঘুরির জন্য ঢাকার হাতিরঝিলকে বেছে নেন অনেকেই। বিশেষ দিন বা উৎসবে সেখানে মুক্ত হাওয়া নিতে আসেন তারা। বৃহস্পতিবার ঈদের নামাজের পর থেকে সেখানে ভিড় করছে মানুষ, চলছে খুনসুটি আর সেলফি।
Published : 11 Apr 2024, 08:05 PM