বান্দরবানের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র চিম্বুক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার ফুট উচ্চতায় চিম্বুকের চূড়ায় জমে মেঘ। হেমন্ত এলে তো কথায় থাকে না । পুরো ভ্যালি ভাসতে থাকে মেঘের সমুদ্রে।