পুরাতন বছরের বিদায় আর নতুন বছর বরণে মারমাদের উৎসবের নাম সাংগ্রাইং। প্রতিবারের মত এবারও নাচ, গান ও খেলার মধ্য দিয়ে খাগড়াছড়িতে শহরের পানখাইয়া পাড়ার বটলতায় বৃহস্পতিবার ছয় দিনের এ উৎসব শুরু হয়েছে।