এবারও টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের এই সম্মিলন শুরুর দিন শুক্রবার তাবলিগ জামাতের অনুসারীরদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে তুরাগ ময়দান। সকাল থেকে তারা দলে দলে ছোটেন ইজতেমা প্রাঙ্গণে। দুপুরে জুমার নামাজ পড়েন। তাবলিগ জামাতের শুরায়ে নেজাম বা মাওলানা জুবায়েরপন্থিদের প্রথম ধাপের এই জমায়েত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে তাদের দ্বিতীয় ধাপ। অপরদিকে দিল্লির মাওলানা সাদ কান্ধলভীপন্থিদের ইজতেমা হওয়ার কথা রয়েছে ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি।
Published : 31 Jan 2025, 06:45 PM