ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা লাগোয়া শুভাঢ্যা খাল মরতে বসেছে প্লাস্টিক বর্জ্যের চাপে। দীর্ঘ এ খালের সব জায়গাতেই দেখা মেলে প্লাস্টিক বর্জ্যের। দুইপাশের ছোট ছোট পোশাক কারখানা থেকে খালটিতে দেদারছে ফেলা হচ্ছে টুকরো কাপড়ও। অপচনশীল বর্জ্যে ভরাট হয়ে যাওয়া শুভাঢ্যা তাই এখন এক মৃত খালের নাম।
Published : 18 May 2024, 10:42 PM