ঢাকার অন্যতম চালের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেটে বৃষ্টির পানি ঢুকে শতাধিক দোকানের চাল, ডাল, চিনি ও আটা নষ্ট হয়ে গেছে। শনিবারের ভারি বর্ষণে এসব দোকানে পানি ঢুকে পড়ে। ভিজে যাওয়া চাল, ডাল, চিনি ও আটা কিছুটা রক্ষার চেষ্টায় রোববার ব্যস্ততায় কাটে ব্যবসায়ীদের।
Published : 02 Jul 2023, 06:58 PM