রাত থেকে শুরু বৃষ্টিতে সকাল হতে না হতেই ডুবতে থাকে চট্টগ্রাম নগরী। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চলাচল মুশকিল হয়ে পড়ায় দেরিতে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাও ২৯ কেন্দ্রে পেছানো হয় এক ঘণ্টা। অনেক এলাকায় জমে যাওয়া হাঁটু পানিতে দুর্ভোগের শেষ ছিল না নগরবাসীর।
Published : 27 Aug 2023, 08:24 PM