রাজধানীতে বুকভরে শ্বাস নেওয়ার মতো হাতেগোনা যে কয়টি জায়গা রয়েছে তার একটি ধানমণ্ডি লেক। বিশাল জলাশয় ঘিরে সবুজ গাছগাছালির ফাঁকে হাঁটা পথ, বসার জায়গা, খাবারের দোকান- সবমিলিয়ে নগরের মানুষের পছন্দের একটি জায়গা। সবই ঠিক আছে, শুধু নেই মানুষের সচেতনতা। হুটহাট লেকে ফেলে দেওয়া হচ্ছে খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিক বোতলসহ নানা আবর্জনা। মানুষের কারণেই কি তবে অসুস্থ হবে ধানমণ্ডি লেক?
Published : 14 Aug 2023, 04:36 PM