আজাদ মজুমদার বলেন, নতুন নীতিমালায় স্থায়ী বা অস্থায়ী কোনো কার্ড হবে না। কার্ডের মেয়াদ হবে তিন বছর।
Published : 29 Jan 2025, 07:38 PM
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার নতুন নীতিমালা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “দ্রুতই নতুন নীতিমালা অনুযায়ী কার্ড দেওয়া হবে। এর আগ পর্যন্ত বিদ্যমান কার্ড চালু থাকবে।”
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়।
আওয়ামী লীগ সরকারের প্রতি ‘অতিমাত্রায় অনুগত্য’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘বিতর্কিত ভূমিকার’ অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে নেতৃস্থানীয় পদে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে সরকার।
তবে লিখিত আবেদনের ভিত্তিতে যাচাইবাছাই করে বাতিল কার্ড পুনর্বিবেচনা করার কথাও এর আগে বলেছে সরকার।
নতুন নীতিমালা কী কী থাকবে, তার কিছু আভাস দিয়ে উপ প্রেস সচিব বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিধান তুলে দেওয়া হবে, শুধু সাজাপ্রাপ্ত হলে কার্ড বাতিল করার প্রস্তাব করা হবে।
“কোনো গণমাধ্যম হাউজে মোট সাংবাদিকদের ৩০ শতাংশ বা সর্বোচ্চ ১৫ জন সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিধান নীতিমালায় যুক্ত করার প্রস্তাব করা হবে।”
ভুয়া সাংবাদিকরা যাতে অ্যাক্রিডিটেশন কার্ড না পান এ জন্য সাংবাদিকতায় কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকলে ও সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে ফ্রিল্যান্সিং সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিধান নতুন নীতিমালায় যুক্ত করার প্রস্তাবও থাকছে বলে জানান তিনি।
আজাদ মজুমদার বলেন, “নতুন নীতিমালায় স্থায়ী বা অস্থায়ী কোনো কার্ড হবে না। কার্ডের মেয়াদ হবে তিন বছর। কোনো সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হলেই তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হবে না, অভিযোগ প্রমাণিত হলেই বাতিল হবে।”
নতুন নীতিমালায় প্রধান তথ্য কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ কমিটির সিদ্ধান্ত কারও পছন্দ না হলে আপিলের বিধান রাখা হবে।
প্রধান তথ্য কর্মকর্তার নেতৃত্বে গণমাধ্যমের সম্পাদক ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে আপিল কমিটি গঠনের প্রস্তাব করা হবে নীতিমালায়।
আরো ২৯ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
বাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে সরকার
পর্যালোচনা করে সাংবাদিকদের নতুন অ্যাক্রেডিটেশন কার্ড শিগগিরই