সভাপতি পদে জয় পাওয়া দৌলত আক্তার মালা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি; সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হওয়া কাশেম আছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায়।
Published : 27 Dec 2024, 11:41 PM
অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৌলত আক্তার মালা; সাধারণ সম্পাদক হিসেবে তিনি আবুল কাশেমকে সঙ্গে পাচ্ছেন।
শুক্রবার রাজধানীর পল্টন টাওয়ারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ভোটাভুটিতে সভাপতি পদে নির্বাচিত হন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। তিনি বর্তমান সভাপতি রেফায়েদ উল্লাহ মিরধার স্থলাভিষিক্ত হবেন।
বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বিশেষ প্রতিবেদক আবুল কাশেম সাধারণ সম্পাদক পদে পুনর্নিবাচিত হয়েছেন।
এদিন বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত একটানা ভোট চলে। ২১৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দেন।
নির্বাচনে সহসভাপতি পদে নয়া দিগন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম ও সহকারী সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতাসির জয়ী হয়েছেন।
অর্থ সম্পাদক পদে আমাদের অর্থনীতি পত্রিকার (বর্তমানে মুদ্রণ বন্ধ) জ্যেষ্ঠ প্রতিবেদক আমিনুল ইসলাম এবং প্রশিক্ষণ ও সম্পাদক পদে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম সকালসন্ধ্যার জ্যেষ্ঠ প্রতিবেদক শাফায়াত হোসেন নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে জয়ী হয়েছেন জাগোনিউজের প্রধান প্রতিবেদক ইব্রাহিম হোসেন অভি, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন, নিউ এইজ পত্রিকার মইনুল হক ও বিজনেস পোস্টের (মুদ্রণ বন্ধ) কায়েস মাহমুদ সোহেল।
রাত ১০টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জাতীয় প্রেস ক্নাবের সভাপতি হাসান হাফিজ। কমিশন সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্নাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।