অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ করেছে সংগঠনটি।
Published : 31 Dec 2024, 08:26 PM
অর্ধশত সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
মঙ্গলবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানান সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
বিবৃতিতে বলা হয়, “২০২৪ সালের ৫ অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিন দফায় প্রায় অর্ধশত সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
বিবৃতিতে বলা হয়, প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের সদস্যপদ, দ্বিতীয় দফায় ১৮ নভেম্বর ৩৭ জন সাংবাদিক এবং সবশেষ ২৮ ডিসেম্বর আরও পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিকের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
“তারা প্রত্যেকেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্য।”
এতে আরও বলা হয়, “জাতীয় প্রেস ক্লাব একটি মুক্তবুদ্ধি চর্চার প্রতিষ্ঠান হওয়া সত্বেও কোনো সঙ্গত কারণ ছাড়াই একতরফাভাবে সদস্যপদ স্থগিত করায় প্রতিষ্ঠানটি বিতর্কিত ও রাজনীতিকরণের একটি বড় নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল, যা ভবিষ্যতে শুভ কোনো ফল বয়ে আনবে না। এই ধরনের সিদ্ধান্ত ইতিহাসের কাঠগড়ায় জাতীয় প্রেস ক্লাবকে একদিন দাঁড় করাবে।”
অবিলম্বে সদস্যপদ স্থগিতের আদেশ প্রত্যাহার করে জাতীয় প্রেস ক্লাবকে দলীয় প্রভাবমুক্ত রাখার জন্য অনুরোধ করা হয়েছে বিবৃতিতে।