দু-চাকার যন্ত্রবাহনের চালক, বিশ্ব ঘোরার স্বপ্ন যার, জানে সে বাধা ডিঙানোর পন্থা।
Published : 29 Dec 2024, 01:06 PM
যে রাঁধে সে চুল বাঁধে- প্রচলিত প্রবাদের আধুনিক রূপকার হতে পারেন ‘লেডি বাইকার’ সুমাইয়া সুমু।
কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মোটরবাইক চালনার নানান ভিডিও প্রকাশ করে নজর কেড়েছেন অনেকের। আর নারী বলে, বাইক চালাতে গিয়ে চুলতো বাঁধতেই হয়।
যদিও সুমু নিজেকে ‘লেডি বাইকার’ হিসেবে পরিচয় দিতে চান না।
তার কথায়, “নারী বাইকারদের নিয়ে আমাদের একটা গ্রুপ আছে ‘ওয়াইআরসি গার্লস’। তো ওখানে অনেক লেডি বাইকার আছেন। আমি আসলে লেডি বাইকার বলবো না, উই আর অল বাইকার্স।”
২০২৪ সালের জানুয়ারি মাসে প্রথম বাইক চালানো শেখা, ব্যক্তিগত পছন্দ থেকেই অন্যান্য দুই চাকা বাদ দিয়ে ‘স্পোর্টস বাইক’য়ের প্রতি আগ্রহ নিয়ে চালনা শুরু।
তবে বাধার মুখেও পড়তে হয়েছে।
সুমাইয়া বলেন, “পরিবার থেকে প্রথমে সম্মতি ছিল না, বলেছে- ‘মেয়ে মানুষ বাইক চালালে কী বলবে’। তবে তাদের বুঝিয়ে বলায় তারা বুঝেছে।”
যদিও রাস্তাঘাটে বাইক চালাতে গিয়ে অস্বস্তিকর পরিবেশের সম্মুখিন হতে হয় মাঝে মধ্যে।
তার কথায়, “মানুষ এমনভাবে তাকিয়ে থাকে, যেন মনে করে আমি কোনো ভীনগ্রহের প্রাণী।”
এসবে দমে না দিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি বলেন, “যাস্ট ইগনোর করেছি, মানুষ তো খারাপ কথা বলবেই। সহ্য করেছি, ধৈর্য্য ধরেছি, আমলে নেই নাই।”
তবে ত্বক, চুল ও স্বাস্থ্যের যত্নের বিষয়টা গুরুত্বের সাথেই নিয়েছেন তিনি।
“বাইক চালালে চুলের অনেক ক্ষতি হয়, চুল পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সেক্ষেত্রে আমি যেটা করি, বাইক নিয়ে বের হয়ে, বাসার ফেরার পরপরই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলি। আর ক্যাপ ইউজ করার চেষ্টা করি”- বলেন সুমাইয়া।
ত্বকের যত্নের ক্ষেত্রে তিনি বলেন, “বের হওয়ার সময়ই ফেইসওয়াশ, ক্লেঞ্জার দিয়ে মুখটা ‘ক্লিন’ করে নেই। আর সানস্ক্রিন ব্যবহার করি সব সময়। এটা আমাকে রোদের হাত থেকে রক্ষা দেয়। আর সব সময় মাস্ক ব্যবহার করি।”
বাসায় ফিরেও একই কাজ, ক্লেঞ্জার দিয়ে মুখ পরিষ্কার করে সানস্ক্রিন ব্যবহার করেন।
যারা বাইকার তাদের ত্বক ও চুলের যত্নে এই পরামর্শই দেন তিনি।
আরও বলেন, “এই ধরনের বাইক চালালে ‘ব্যাকপেইন’ হবেই। সেক্ষেত্রে অবশ্যই নিজেকে ‘ফিট’ রাখতে হবে। ‘ফুডটা মেনটেইন’ করতে হবে। আমি যেমন ‘জিম’ করি। ফিটনেস রুটিন মেনে চলি।”
বাইক নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ানোর ক্ষেত্রে সুমাইয়া পরামর্শ দেন, “আসলে নিরাপত্তাটা নিজের কাছে। যেখানে যাবেন সেই জায়গাটা কতটা নিরাপদ সেটা খোঁজ নেওয়া, একা না গিয়ে সঙ্গীসহ যাওয়া, আর ভালো মতো প্রশিক্ষণ নেওয়ার মতো বিষয়গুলো মাথায় রাখতে হয়।”
অভিনয় মডেলিংয়ে যাত্রা শুরু করেছিলেন ২০২১ সালে। বেশ কিছু নাটক ও মিউজিক ভিডিও’তে কাজ করেছেন। ২০২৩ সালের শেষে বিনোদন মাধ্যম ছাড়তে বাধ্য হন।
কারণ হিসেবে তিনি বলেন, “আপনারাতো জানেন, অনেক বাজে অফার আসে। এজন্য আমি ছেড়ে দেই।”
এরপরেই মোটরসাইকেল কিনে, সেটাতেই সময় দিচ্ছেন।
এমবিএ করার পাশাপাশি বাইক নিয়ে নানান কন্টেন বানাচ্ছেন। আর সেজন্য ঘুরছেন রাজধানী ঢাকাসহ দেশের নানান প্রান্তরে।
সামনে কী পরিকল্পনা? প্রশ্ন রাখতেই বাইকের গতির মতোই উত্তর আসলো,
“পৃথিবী ভ্রমণের ইচ্ছে আছে এই বাইক নিয়ে, সেই হিসেবেই নিজেকে প্রস্তুত করছি।”
আর যারা মোটরসাইকেল চালাতে আগ্রহী হচ্ছেন তাদের প্রতি সুমাইয়া সুমু’র অনুরোধ, “সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করবেন। অনেক ভিডিওতে আমাকে হেলমেট পরা অবস্থায় দেখা যায় না। তবে সেটা শুধু ওই ভিডিও করার স্বার্থেই। ওই সময়টুকুতেই। সব সময় আমি হেলমেট পরে চালাই। আর ভালো মতো প্রশিক্ষণ নিয়েই বাইক চালানো উচিত হবে।”