র‌্যাম্পে ফুটলো ‘রয়েল ডেলিকেসি’

রাজকীয় ঢংয়ের পোশাকে পশ্চিমা ধাঁচের সঙ্গে দেশীয় ঐতিহ্যের মিশ্রণ ঘটেছে পোশাকে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 06:51 AM
Updated : 12 March 2023, 06:51 AM

‘টুয়েল্ভ রানওয়ে’তে মডেলদের উপস্থাপনায় অবতরণ করলো টুয়েল্ভ ক্লদিং’য়ের ঈদ ও গ্রীষ্মের পোশাক।

আর এই সমস্ত আয়োজনের মঞ্চ ‍ছিল রাজধানীর লো মেরিডিয়ান হোটেলের ছাদের ওপর।

১০ মার্চ, শুক্রবার, সন্ধ্যায় আয়োজিত এই ফ্যাশনশো’তে অংশ নেন দেশ সেরা অর্ধশতাধিক মডেল। আজরা মাহমুদের পরিচালনায় বেশ কয়েকটি ‘কিউ’তে উপস্থাপিত হয় এই প্রতিষ্ঠানের নারী, পুরুষ ও শিশুদের জমকালো পোশাক।

এসব পোশাকের রং, নকশায় রয়েছে বেশ রাজকীয় ঢং। তাই এই সংগ্রহশালার নাম দেওয়া হয়েছে ‘রয়েল ডেলিকেসি’।

দেশীয় ঐতিহ্য আর পশ্চিমা ধাঁচের সংমিশ্রণে বরাবরের মতো এবারও তাদের ঈদের পোশাকগুলোতে ঋতু বৈচিত্রের বিষয়টি প্রাধান্য পেয়েছে।

ফ্যাশন শো’তে ছেলেদের পাজামা-পাঞ্জাবির সঙ্গে মডেলদের গায়ে দেখা গেছে সামাঞ্জস্যপূর্ণ কোটি। মেয়েদের থ্রি-পিস, টু-পিসের সালোয়ার কামিজসহ ট্রেন্ডি পোশাকের সমাহার।

পশ্চিমা ধাঁচের পোশাকে ছেলেদের জন্য দেখা গেছে পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, জিন্সও। আর মেয়েদের পোশাকেও ফুটিয়ে তোলা হয়েছে পশ্চিমা প্রভাবের টপস, টিউনিক, জিন্সের সংগ্রহ।

‘শো স্টপার’ হিসেবে মঞ্চে উপস্থিত হন মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তিনি র‌্যাম্প ঘুরে এসে পরিচয় করিয়ে দেন ডিজাইনারদের।

এর পরেই মৌ ‘টুয়েল্ভ’য়ের প্রধান প্রতিষ্ঠান ‘টিম গ্রুপ’য়ের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবকে মঞ্চে উপস্থাপন করেন।

ঈদের কালেকশন নিয়ে তিনি বলেন, “আমরা শুধুমাত্র পোশাকের কথাই চিন্তা করি না, আধুনিক ট্রেন্ড এবং ফ্যাশনের কথা মাথায় রেখেই কালেকশন সাজাবার চেষ্টা করি। আমরা চাই প্রতিটি মানুষই আমাদের তৈরি পোশাকে আত্মবিশ্বাসী হয়ে উঠুক এবং উৎসবকে মনে প্রাণে ধারণ করুক।”

ফ্যাশন শো’তে পরিবারসহ বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিজিএমইএ-র বর্তমান সভাপতি ও জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান।