গরমে দাড়ির যত্ন
লাইফস্টাইলডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2021 01:48 PM BdST Updated: 06 Apr 2021 01:48 PM BdST
ঘাম ও ময়লা থেকে দাড়ি রক্ষা না করলে হতে পারে ত্বকের নানান সমস্যা।
দাড়ি এখন স্টাইল। কেউ রাখেন চাপ দাড়ি, কেউ আবার লম্বা। কেউ আবার দাড়িতে দেন বিভিন্ন ছাঁট।
যে কারণেই দাড়ি রাখা হোক, গরমকালে দাড়ি সুরক্ষিত রাখতে ও যত্ন নিতে বাড়তি পরিচর্যার প্রয়োজন। কেননা এই সময়ে অনবরত ঘাম হয়। আর ধুলাবালি ও ময়লা জমে দাড়ি এবং ত্বকের ক্ষতি করে।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গরমকালে দাড়ির যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হল।
নিয়মিত ছোট করা: দাড়ির যত্নে নিয়মিত ‘ট্রিম’ করা গুরুত্বপূর্ণ। আর গরমকালে এটা দাড়ির স্বাস্থ্য ভালো রাখতে সহজ ও সময়সাধ্য উপায়। তাছাড়া নিয়মিত দাড়ি ছাটা ফ্যাশনেবল দেখাতেও সহায়তা করে।
তেল ও স্ক্রাব ব্যবহার: সপ্তাহে একদিন তেল ব্যবহার দাড়ির উজ্জ্বলতা বাড়ায় এবং খসখসেভাব কমায়। এক্ষেত্রে ‘বিয়ার্ড অয়েল’ বেশ কার্যকর। দাড়িতে সপ্তাহে দুদিন স্ক্রাব ব্যবহার ব্যাক্টেরিয়ায় সংক্রমণের প্রবণতা কমায়।
ময়েশ্চারাইজার ব্যবহার: ধোয়া ও ময়েশ্চারাইজার ব্যবহার সুন্দর দাড়ি রাখার ইচ্ছা পূরণে সাহায্য করে। এতে দাড়িতে জটা সৃষ্টি হয় না এবং সহজে উসকো-খুসকো-ভাবও দেখা দেয় না।
পানি পান: সঠিক খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত পানি পান করা জরুরি। প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। এটা চুলের বৃদ্ধিতে সহায়ক। এছাড়া ত্বক ও চুলের খসখসেভাব দূর করে ও মসৃণতা বজায় রাখতে সাহায্য করে।
সানস্ক্রিন ব্যবহার: সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে দাড়ি সুরক্ষিত রাখতে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এটা দাড়ির আগা ফাটাভাব ও শুষ্কতা কমায়। দাড়িতে সানব্লক ব্যবহার কেবল ক্ষয় রোধই করে না বরং উজ্জ্বলতাও বাড়ায়।
ছবি: রয়টার্স।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের
- মামুনুল হক সাতদিনের রিমান্ডে