ক্লান্তিতেও উজ্জ্বল দেখাতে

ঘুমের অভাব বা ক্লান্তির জন্য চেহারা মলিন দেখায়। এরকম সময়ে ত্বক উজ্জ্বল দেখানোর পন্থা হতে পারে হালকা মেইকআপে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 10:47 AM
Updated : 3 Sept 2019, 10:47 AM

সাজসজ্জা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চেহারায় ক্লান্তভাব দূর করার উপায় সম্পর্কে জানানো হল।

- সব সময় ত্বক আর্দ্র রাখার চেষ্টা করতে হবে। এতে দেখতে উজ্জ্বল লাগে। তবে খুব বেশি শুষ্ক হলে ‘ফেইস অয়েল’ ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকবে।

- ত্বক খুব বেশি নির্জীব লাগলে ভারী ফাউন্ডেশনের পরিবর্তে হালকা ফাইন্ডেশন ব্যবহার করা উচিত। ‘টিন্টেড ময়েশ্চারাইজার’ বা সিসি ক্রিম ব্যবহার করে ত্বকের স্বাভাবিক রং ধরে রাখা যায়।

- ত্বক স্বাস্থ্যোজ্জ্বল রাখতে ব্লাশ ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ও ত্বকের সঙ্গে মানানসই ব্লাশন গালে ব্যবহার করলে , দেখতে সুন্দর লাগবে।

- চোখ লাল হয়ে থাকলে পরিষ্কারক আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। এতে চোখ পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে। চেহারায় চনমনেভাব আনতে পানিরোধী ন্যুড আইলাইনার ব্যবহার করুন।

- চোখের মতো ঠোঁটেও ক্লান্তি ভাব ফুটে ওঠে। ঠোঁট শুষ্ক ও রুক্ষ হলে স্ক্রাব করে এবং আর্দ্র রাখতে টিন্টেড লিপ বাম ব্যবহার করুন।

ছবি: দীপ্ত।

আরও পড়ুন