ত্বক উজ্জ্বল করতে আম

ময়লা ও দূষণের কারণে ত্বক নির্জীব ও মলিন দেখায়। তাই এক্সফলিয়েট করা জরুরি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2019, 08:07 AM
Updated : 29 June 2019, 09:55 AM

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আম দিয়ে এক্সফলিয়েট করার পন্থা এখানে দেওয়া হল।

- আধা কাপ আম নিন।

- আম ভালোভাবে চটকে এতে দুই টেবিল-চামচ নারিকেল তেল মেশান।

- তারপর দুই চামচ চিনি এবং ৫ থেকে ৭ ফোঁটা খাঁটি কমলার তেল দিন।

- সব কিছু একসঙ্গে নিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

- মিশ্রণটি আঙ্গুলে নিয়ে হাতে গোলাকারভাবে মালিশ করে লাগান।

উপকারিতা

- আম উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে ত্বকে তারুণ্য ফিরিয়ে আনে। এটা ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে।

- নারিকেল তেল ত্বকের গভীর থেকে মসৃণ করে।

- খাঁটি চিনি ত্বক ভালোভাবে এক্সফলিয়েট করে। এটা সংবেদনশীল ত্বকের জন্য উপকারী। এর চমৎকার কন্ডিশনিং উপাদান শুষ্ক ও মৃত কোষ দূর করার সময় কোনো রকম জ্বালা পোড়ার সৃষ্টি করে না।

- কমলার তেল এই স্ক্রাবে সিট্রাস গুণাগুণ যোগ করে। এটা ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়। আর সতেজ করা গন্ধে প্রাণবন্ত অনুভূতি হয়।

ছবির মডেল: জোজো। মেইকআপ: আরিফ। ফটোগ্রাফার: তানভির খান।  ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফিস্টুডিও।

আরও পড়ুন