‘ব্ল্যাক হেডস’ ও ‘হোয়াইট হেডস’ দূর করার উপায়

খুব সহজে ব্ল্যাক এবং হোয়াইট হেডস অপসারণের জন্য ব্যবহার করা যায় ডিম।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2019, 06:38 AM
Updated : 13 August 2019, 06:38 AM

মুখ ও নাকের আশপাশে ময়লা জমে লোমকূপ বন্ধ হয়ে হোয়াইট এবং ব্ল্যাক হেডসের সমস্যা সবারই হয়। যে কারণে দেখতে নির্জীব লাগে।

‘পিল অফ মাস্ক’ বা ‘নোজ-স্ট্রিপ’ দিয়ে এই সমস্যা দূর করতে সময় লাগে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে এই সমস্যা দ্রুত সমাধানের একটি পন্থা এখানে দেওয়া হল।

ডিম

ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস দূর করতে ডিমের সাদা অংশ খুব ভালো কাজ করে। এটা লোমকূপের ময়লা ভেতর থেকে পরিষ্কার করে এবং সংকুচিত করে।

এর প্রোটিন ত্বকের নানান সমস্যা দূর করে এবং স্থিতিস্থাপকতা বাড়ায়।

উপকরণ: একটা ডিম। কাগজের তোয়ালে বা মোটা টিস্যু পেপার। বাটি।

পদ্ধতি: একটা ডিম ভেঙে তার সাদা অংশ নিন। মিশ্রণটিতে কাগজের তোয়ালে ডুবিয়ে তা আক্রান্ত স্থানে লাগান।

দরকার হলে টিস্যু পেপার ছোট টুকরা করে কেটে ডিমের সাদা অংশে ভিজিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারেন।

শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর টান দিয়ে তুলে ফেলুন। এটা লোমকূপ পরিষ্কার করার পাশাপাশি ত্বকে দীপ্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

ছবির মডেল: আফসানা মিমি। মেইকআপ: মিমি। ছবি: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন