আম ও পেয়ারা মাখানি

স্বাদ বাড়াতে মাখানি তৈরি করতে অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 10:20 AM
Updated : 24 Feb 2019, 01:14 PM

পেয়ারা মাখানি

উপকরণ:
পেয়ারা মাঝারি আকারের ২টি, মোটা কুচি করে কাটা। তেতুঁল ২টি। টালা শুকনা মরিচ ৩,৪টি। কাসুন্দি ২ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। ধনেপাতা-কুচি পরিমাণ মতো। সরিষার তেল ২ টেবিল-চামচ। বোম্বাই মরিচ কুচি অল্প বা স্বাদ মতো।

পদ্ধতি: তেতুঁল অল্প পানিতে ভিজিয়ে কচলে নিয়ে সব উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে এর সঙ্গে পেয়ারা-কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি মজার পেয়ারা মাখানি।

কাঁচা-আম মাখানি

 

উপকরণ: কাঁচা-আম ৩টি, পাতলা স্লাইস করে কাটা। পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল-চামচ। টালা শুকনা মরিচ ৪,৫টি। লেবুর চোকলা কুচি ১ চা-চামচ। লবণ স্বাদ মতো। সরিষার তেল ১ টেবিল-চামচ।

পদ্ধতি: পেঁয়াজ-কুচির সঙ্গে সব উপকরণ দিয়ে কচলে ভালো করে মেখে নিন। এরপর আমের টুকরোগুলো মেখে নিলেই তৈরি মজাদার আম মাখানি।

আরও রেসিপি