ত্বকের যত্নে যে তিনটি ধাপ এড়ানো ঠিক নয়

রূপচর্চায় সাধারণ তিনটি ধাপ অনুসরণ করেই ত্বক সুন্দর রাখা সম্ভব।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 11:19 AM
Updated : 11 Dec 2018, 11:19 AM

সাজসজ্জাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে ত্বক ভালো রাখার তিন উপায় সম্পর্কে এখানে জানানো হল।

ধাপ ১- পরিষ্কার করা: ত্বক ভালো রাখার প্রথম ধাপ হল পরিষ্কার রাখা। শহরে থাকলে ধুলা, ময়লা ও জীবাণুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই ত্বকের সঙ্গে মানানসই উন্নত ক্লিঞ্জার ব্যবহার করুন। যা ময়লা টেনে বের করে লোমকূপ বন্ধ হওয়া, অস্বস্তি ও ব্রণ কমাতে সাহায্য করে।

ধাপ ২- টোনার: ত্বক পরিষ্কার করার পর টোনিং করা গুরুত্বপূর্ণ। এটা ক্লিনিং’য়ের কার্যকারিতা বাড়িয়ে দেয়। টোনিং লোমকূপ পরিষ্কার করে, ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য রক্ষা করে। ত্বকের সংক্রমণ দূর করে। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক বা তৈলাক্ত হয় না।

ধাপ ৩- আর্দ্র রাখা: ‘ক্লিনিং’ একং ‘টোনিং’য়ের পর ত্বক মসৃণ ও কোমল হলেও তা আর্দ্র রাখতে ভুলবেন না। ত্বকে পানির মাত্রা বাড়াতে আর্দ্র ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বকের প্রাকৃতিক নমনীয় ভাব ফিরে আসবে।

ছবির প্রতীকী মডেল: জেসমিন জুঁই। ছবি সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।

আরও পড়ুন