পার্লার থেকে মুখের ত্বক পরিষ্কার করে আসলে যেমন উজ্জ্বল দেখায় তেমনি ফলাফল পাওয়ার জন্য রয়েছে সহজ কয়েকটি পন্থা।
Published : 12 Apr 2018, 03:51 PM
পরিষ্কার: সু্ন্দর ত্বকের জন্য প্রথমেই মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে। মুখের ময়লা ও ধুলাবালি দূর করতে হালকা ফেইফওয়াস ব্যবহার করুন।
স্ক্রাবিং: ত্বকের মৃতকোষ দূর করতে ও লোমকূপ পরিষ্কার রাখতে স্ক্রাবিং জরুরি। এজন্য প্রাকৃতিক ফেইসস্ক্রাব- যাতে আছে বাদামি চিনি ও নারিকেল তেল এমন স্ক্রাব ব্যবহার করতে পারেন।
টোন: ত্বক এক্সফলিয়েট করার পর তাতে অবশ্যই টোনার লাগাতে হবে। এটা ত্বকের পিএইচ’য়ের মাত্রা ঠিক রাখতে এবং ত্বকে আরাম অনুভূত হতে সাহায্য করে।
ফেইসপ্যাক: উন্নতমানের ফেইসপ্যাক ত্বক ভালো রাখতে এবং দীপ্তি বাড়াতে সাহায্য করে। যে কোনো মৌসুমে রোদপোড়াভাব দূর করতে টকদই ও ময়দা মিশিয়ে ফেইসপ্যাক তৈরি করে লাগান। উজ্জ্বল ত্বকের জন্য এটা অন্যতম ঘরোয়া প্যাক।
ময়েশ্চারাইজার: ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ফেইসক্রিম ব্যবহার করুন। নিজের ত্বকের ধরন অনুযায়ী ক্রিম নির্বাচন করুন। ত্বকে হালকাভাবে ঘষে ও গোলাকারভাবে ঘুরিয়ে ক্রিম লাগান।
ছবি: সৌজন্যে লা রিভ।
আরও পড়ুন