বাড়িতে ফেইশল করার পন্থা
লাইফস্টাইলডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2018 05:25 PM BdST Updated: 24 May 2018 05:25 PM BdST
পার্লারে গিয়ে ফেইশল করা খরচের ব্যাপার? বরং জেনে নিন ঘরেই ফেইশল করার উপায়।
অনিয়মিত জীবনযাত্রা ও দূষণের কারণে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ত্বকের নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন।
মুখের যত্ন নেওয়ার অন্যতম পন্থা ফেইশলের কয়েকটি ধাপ রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে এখানে দেওয়া হল।
পরিষ্কার করা: ফেইশলের প্রথম ধাপ মুখ ধোয়া। এর মাধ্যমেই নিখুঁত ত্বক পাওয়া যায়। মুখের তেল ও ময়লা দূর করতে মৃদু ফেইসওয়াশ ব্যবহার করুন।
স্ক্রাব করা: মুখ ধোয়ার পরের গুরুত্বপূর্ণ ধাপ হল লোমকূপ পরিষ্কার এবং মৃতকোষ দূর করা। বাজার থেকে স্ক্রাবার কিনে ব্যবহার করতে পারেন অথবা বাড়িতে বাদামি চিনি ও নারিকেল তেল ব্যবহার করে নিজেই তৈরি করে নিতে পারেন।
টোন: ত্বক এক্সফলিয়েট বা স্ক্রাবিংয়ের পর টোনার ব্যবহার করা প্রয়োজন। এটা ত্বকের পিএইচ’য়ের মাত্রা ঠিক রাখে ও আরাম অনুভূত হতে সাহায্য করে।
ফেইস প্যাক: ভালো ফেইসপ্যাক ত্বক সুন্দর করে এবং উজ্জ্বলতা বাড়ায়। গ্রীষ্মকালে ও রোদে পোড়াভাব দূর করতে টক দই ও চালের গুঁড়া মিশিয়ে ফেইসপ্যাক তৈরি করতে পারেন। এটা উজ্জ্বল ত্বক পাওয়ার সবচেয়ে ভালো ঘরোয়া উপায়।
ময়েশ্চারাইজার: ত্বক ময়েশ্চারাইজ করতে ফেইস ক্রিম লাগান। নিজের ত্বকের ধরন বুঝে ক্রিম নির্বাচন করুন। হালকা চাপ দিয়ে গোলাকারভাবে ঘুরিয়ে ক্রিম ত্বকে লাগান।
ছবির মডেল: আশা। আলোকচিত্র: রাইনা মাহমুদ। বিন্যাস ও পরিকল্পনা: আলি আফজাল নিকোলাস। সৌজন্যে: ত্রয়ী ফটোগ্রাফি স্টুডিও।
আরও পড়ুন
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- হেরাথের ক্যাম্পে ৩২ স্পিনার, নির্বাচকরা খুঁজবেন নতুন প্রতিভা
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- চাপ ছিল, প্রলোভনও ছিল: মসিউর
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’