বস্ত্রশিল্পের পাশাপাশি মৎস ও কৃষিতেও ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠান।
Published : 10 Nov 2024, 05:00 PM
পূর্বাণী এদেশের পুরানো শতভাগ রপ্তানিমুখী বস্ত্রশিল্প প্রতিষ্ঠান।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পোশাক প্রস্তুতকারক, স্পিনিং, ইয়ার্ন ডাইং, ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং, রেডিমেড গার্মেন্টস, খুচরা পোশাক, কৃষিসহ মোট ১৩টি ব্যবসায়িক ইউনিট নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে পূর্বাণী গ্রুপ।
সুবর্ণ জয়ন্তী উদযাপনে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে গ্রুপটির প্রতিষ্ঠার গল্প, বিভিন্ন সাফল্য, দেশের অর্থনীতিতে- এর অবদান এবং আগামী দিনের পরিকল্পনা।
প্রতিষ্ঠানের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাণী গ্রুপের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আই সরকার (সোহেল)।
এছাড়া দেশের বিভিন্ন নামকরা ব্যবসায়ী, রপ্তানিকারক, আমদানিকারক, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিসহ পূর্বানী গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বস্ত্রশিল্পের পাশাপাশি কৃষি এবং মৎস্যখাতেও ব্যবসার প্রসার ঘটিয়েছে তারা।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ‘কমফিস্টাইল’, ‘ফ্যাশন শো’ ও সংগীতানুষ্ঠান।