বর্ণিল শার্ট নিয়ে ‘ইজি’। ‘টপ টেন’য়ের রয়েছে সব ধরনের পোশাক।
Published : 16 Mar 2025, 11:36 AM
ঈদের সময় নতুন পোশাকের পসরা সাজিয়ে বসে প্রায় সব প্রতিষ্ঠান। এদের মধ্যে টপ টেন ও ইজি’র রয়েছে নানান আয়োজন।
টপ টেন মার্ট’য়ের ঈদের পোশাক
নতুন ও আধুনিক ডিজাইনের পোশাক আর জুতার সমাহার ঘটিয়েছে এই প্রতিষ্ঠান।
সব বয়সের নারী পুরুষের জন্য দেশি বিদেশি ‘ফরমাল’ ও ‘ক্যাজুয়াল’ শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কাবলি, শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, টপস, নিয়ে ঈদের আয়োজন সাজানো হয়েছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “আমাদের পণ্যে নতুনত্ব আনতে ও মান উন্নয়ন বরাবরই চেষ্টা করি। আর সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা থাকে।”
পরিবারের সবাইকে নিয়ে একই ছাদের নিচে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে পোশাক ছাড়াও বাহারি জুতাও মিলছে। পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগ, পার্স, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি, আতর।
শিশুদের জন্য রয়েছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফ্রক, পার্টি ড্রেস ইত্যাদি। এছাড়া নিজের পছন্দ মতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্যুট ইত্যাদি বানিয়ে নেওয়ায় জন্য বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় ও টেইলারিং সুবিধাও আছে প্রতিষ্ঠানটিতে।
ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
শুধু ছেলেদের পোশাক নিয়ে কাজ করা ‘ইজি’ ফ্যাশন এবার বাহারি নকশার শার্ট নিয়ে আয়োজন সাজিয়েছে।
টি-শার্ট, পোলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট ছাড়াও রয়েছে পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বিজ্ঞপ্তিতে বলেন, “শুধু মুনাফা নয় ক্রেতাদের সেবা দেওয়াই মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।”
সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই করা হয়েছে ঈদের আয়োজন। বিক্রয়কেন্দ্র ছাড়াও প্রতিষ্ঠানের ফেইসবুক থেকেও সংগ্রহ করা যাবে তাদের পোশাক।