ভুল পন্থায় পরিষ্কার করাতে হয়ত আয়নায় পড়ছে দাগ।
Published : 24 Mar 2024, 07:03 PM
চকচকে আয়নায় নিজেকে দেখে রূপকথার সেই রানির মতো নিজেকে মনে হয় ‘বিশ্বে সবচেয়ে সুন্দর মানুষ’।
তবে ঘরে দাগযুক্ত আয়না থাকলে ব্যবহার করতে যেমন সমস্যা হয় তেমনি ঘর বা শৌচাগারের সৌন্দর্যও নষ্ট করে।
তাই আয়না পরিষ্কারের সঠিক পদ্ধতি জানা থাকা চাই।
হয়ত ধুলা ঝাড়া হচ্ছে না: পরিষ্কারের প্রাথমিক থাপের মধ্যে প্রথম কাজ হল- আয়নার কাচে লেগে থাকা ধুলা ঝাড়া।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে কানাডা’র টরন্টো ভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিষ্ঠান ‘ক্লিন মাই স্পেস’য়ের প্রতিষ্ঠাতা মেলিসা মাকের বলেন, “যদি আয়না ময়লা হয়ে থাকে তবে প্রথমে ধুলা ঝেড়ে নিন। এক্ষেত্রে ব্যবহার করতে হবে শুকনা সুক্ষ্ম তন্তুর কাপড়।”
ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে ধুলা-বালির ঘষায় আয়নায় দাগ পড়তে থাকে।
ধুলা ঝাড়ার পর আয়নায় লেগে থাকা অন্যান্য দাগ যেমন- বাথরুমে টুথপেস্ট বা সাবানের শুকনা দাগ তুলতে প্রথমে রাবিং অ্যালকোহল বা ভিনিগার মিশানো পানি দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
হয়ত দ্বৈত তোয়ালে পদ্ধতি অনুসরণ করছেন না: বেশিরভাগই ভেজা কাপড় দিয়ে আয়না মুছে নেন। তবে এক্ষেত্রে দ্বিতীয় পর্যায় হল শুকনা কাপড় দিয়ে আবার মোছা।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘ক্লিন দ্যাট আপ!’য়ের প্রতিষ্ঠাতা ও তিন পুরুষ ধরে পরিষ্কারের কাজে নিয়োজিত ব্র্যান্ডন প্লিশেক একই প্রতিবেদনে বলেন, “ভেজা কাপড় দিয়ে মোছার পর প্রথমে দেখতে বেশ লাগে। তারপরেই জমতে দেখা যায় বাষ্প। এবার এই বাষ্পও মুছতে হবে শুকনা কাপড় দিয়ে, যা কিনা অনেকেই করেন না।”
আয়নার বাষ্পে আবারও ধুলা আটকে যেতে থাকে। ফলে পরিষ্কার হয়েও পরিষ্কার মনে হয় না।
ভুল ও নোংরা কাপড় ব্যবহার: টিস্যু দিয়ে আয়না পরিষ্কার করা সবচেয়ে বাজে কাজ।
মাকের বলেন, “একেই তো বেশি খরচ হয়, তারপর ওপর দাগও ফেলে টিস্যু।”
তাই এই দুই পেশাদার পরিষ্কার কর্মীর পরামর্শ হল, আয়নার কাচ পরিষ্কার করতে ‘মাইক্রোফাইবার’য়ের কাপড় ব্যবহার করা উচিত।
এই ধরনের কাপড় ময়লা টানতে পারে, পানি শোষণ করে আর দাগ না ফেলে আয়না পরিষ্কার করে।
একই সাথে কাপড়টি হতে হবে পরিষ্কার। না হলে কাপড়ের ময়লা আয়নার সাথে লেগে দাগ ফেলবে নয়তো ময়লা বাড়াবে।
আয়নাতে না করে কাপড়ে স্প্রে করা: অনেকেই আয়না পরিষ্কার করতে গিয়ে কাপড়ে পরিষ্কারক স্প্রে করেন। তবে এটা ভুল বলে জানান মাকের ও প্লিশেক।
তাদের কথায়, “কাপড়ে স্প্রে করে পরিষ্কার ব্যবহার করলে অত শক্তিশালী হিসেবে কাজ করে না।”
তাই পরিষ্কাক স্প্রে করতে হবে পুরো আয়না জুড়ে। কোথাও কোনো্ ফাঁক রাখা যাবে না। আর স্প্রে করতে করতে মুছলে পরিষ্কারক তরল গড়িয়ে আয়নার নিচেও পড়বে না।
হয়ত যথেষ্ট পরিমাণে পরিষ্কার ব্যবহার করা হচ্ছে না: আয়না ভালোমতো পরিষ্কার করতে যথেষ্ট পরিমাণে পরিষ্কারক ব্যবহার করতে হবে।
মাকের বলেন, “বাজারের নানান ধরনের পরিষ্কারক ব্যবহার ছাড়াও পানিতে ভিনিগার গুলেও স্প্রে করা যায়। যদি আয়নাতে টুথপেস্ট বা এই ধরনের কোনো দাগ লেগে থাকে, সেটা ওঠাতে ভিনিগারের মিশ্রণে এক চা-চামচ কর্নস্টার্চ গুলিয়ে দিলে ভালো মতো কাজ করবে।”
গোলাকার ভাবে মোছা: হাত ঘুরিযে গোলাকার ভাবে আয়না মুছলে, দাগ পড়ার সম্ভাবনা বাড়ে।
এক্ষেত্রে ইংরেজি ‘এস’ লেখার মতো করে আয়না মোছার পরামর্শ দেন, মাকের।
আয়নার ওপরের এক কোনা থেকে শুরু করে আরেক কোনা পর্যন্ত মুছে ‘এস’য়ের মতো করে নিচে নেমে আসতে হবে।
দ্বিতীয় নজর না দেওয়া: পরিষ্কার শেষে দ্বিতীয়বার চোখ বোলানো জরুরি। আর এক্ষেত্রে দেখতে হবে মাথা কাত করে আয়নার সমান্তরালে চোখ রেখে।
মাকের বলেন, “সরাসরি আয়নার দিকে তাকালে সব দাগ বা ময়লা চোখে পড়বে না। তাই আয়নার ওপর আলো জ্বালানো অবস্থায় মাথা কাত করে তীর্যক দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করতে হবে ঠিক মতো পরিষ্কার হল কি-না!”
ছবি: পেক্সেল্স ডটকম।
আরও পড়ুন
যেভাবে ইয়ারবাডস পরিষ্কার করতে হয়
যেভাবে ঘর সাজালে পরিষ্কার করা সহজ