৫ বছরের বেশি সময় ধরে লেখক প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়ে দেখার চেষ্টা করেছেন একাত্তরকে।
Published : 08 Feb 2025, 11:11 AM
উনিশশ একাত্তরে যুদ্ধ করে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। রক্ত দিয়ে রচিত হয়েছে বাংলাদেশ নামে স্বাধীন দেশের মানচিত্র। তাই আমাদের মানচিত্র রক্তের মানচিত্র, শহীদের মানচিত্র। এ কারণেই মুক্তিযুদ্ধ আমাদের গৌরব ও সাহসের ইতিহাস।
পরবর্তীতে নানা আন্দোলন সংগ্রাম, বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদে সেই সাহসই সঞ্চারিত হয়েছে প্রজন্মের মাঝে। এই সময়ে যে কজন গবেষক মুক্তিযুদ্ধের বিস্মৃত ইতিহাস তুলে আনার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে সালেক খোকন অন্যতম। এ লেখক এক যুগেরও অধিক সময় ধরে মুক্তিযুদ্ধে আমাদের গৌরব, বেদনা ও সাহসের ইতিহাস শোনাতে ব্রতী হয়েছেন।
উনিশশ একাত্তরে মুক্তির লড়াইয়ে আমাদের বিজয়ের পেছনে ছিল বহু মুক্তিযোদ্ধার দুঃসাহসী অংশগ্রহণ। কিন্তু সমাজের কোন শ্রেণির মানুষ কীভাবে সে যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের প্রশিক্ষণ কতটা কঠিন ছিল, কোন কোন এলাকায় কীভাবে লড়াই করেছিলেন মুক্তিযোদ্ধারা, সে লড়াই কতটা ভয়ার্ত ছিল, এমন নানা প্রশ্নের উত্তর মিলবে লেখক ও গবেষক সালেক খোকনের লেখা নতুন গবেষণাবই ‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’-এ।
৫ বছরের বেশি সময় ধরে লেখক প্রায় শতাধিক মুক্তিযোদ্ধার মুখোমুখি হয়ে যোদ্ধার চোখে দেখার চেষ্টা করেছেন একাত্তরের রণাঙ্গনকে। নতুন এ বইটিতে মুক্তিযোদ্ধাদের সেই ভাষ্য থেকেই ৬৬টি শিরোনামে শতাধিক লড়াইয়ের ঘটনা সরল গদ্যে তুলে ধরা হয়েছে।
বইটির লেখাগুলো পাঠককে নিয়ে যাবে ঐতিহাসিক একাত্তরের গহিনে, পাঠক পাবেন একটা পুরো জীবন; যে জীবন যোদ্ধার, স্বপ্নের, লড়াই ও দর্শনের। যা যে-কোনো বয়সি পাঠকের মনে উন্মেষ ঘটাবে দেশ ও মানুষের প্রতি প্রদীপ্ত অঙ্গীকার।
বইটিতে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কাহিনি এবং রণাঙ্গনের নানা ঘটনাপ্রবাহ। প্রায় প্রত্যেক মুক্তিযোদ্ধাই অকাট্য আশাবাদ ব্যক্ত করেছেন পরবর্তী প্রজন্মের প্রতি। দেশ নিয়ে তারা তাদের স্বপ্নের কথাগুলোও বলেছেন আগামী প্রজন্মের উদ্দেশেই।
গ্রন্থটিতে মুক্তিযোদ্ধাদের সেসব কথাই উপস্থাপন করা হয়েছে সরল গদ্যে, একেবারে গল্পের মতো করে। মুক্তিযুদ্ধের সত্যিকার বস্তুনিষ্ঠ ইতিহাস জানার সীমাবদ্ধতা কাটাতে এ বইটি সহায়ক ভূমিকা রাখবে।
‘১৯৭১: রণাঙ্গনের লড়াই’ বইটি মুক্তিযুদ্ধের এক অনন্য দলিল। মেলায় এটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। প্রচ্ছদ করেছেন সব্যসসাচী হাজরা। ৪৯৩ পৃষ্ঠার এ বইটির মুদ্রিত মূল্য ৭০০ টাকা।