কিশোর থ্রিলার এ বইটি প্রকাশ করেছে ‘জ্ঞানকোষ প্রকাশনী’।
Published : 18 Feb 2025, 12:55 PM
তুতুমের ঘরটাতে যতসব অদ্ভুত কাণ্ড ঘটছে। অদ্ভুত না বলে ভুতুড়ে বলাই মনে হয় ভালো হবে। সেদিন রাতে তুতুম দেখল ঘড়িটা উলটো চলছে। মানে ঘড়ির কাঁটাগুলো ডানদিকে না ঘুরে বাম দিকে ঘুরছে!
তুতুম চিৎকার করে ডাকল বাকিদের। মা ছুটে এলেন। জানতে চাইলেন, ‘কী হয়েছে?’ কিন্তু তুতুম পুরো বোকা বনে গেছে। মা আসার পরপরই ঘড়ির কাঁটা আবার ডান দিকে ঘুরছে। সবকিছু ঠিকঠাক। তুতুম আর কিছুই বলল না। ওর কথা কেউ বিশ্বাস করবে না। উলটো পাগল ভাববে।
আজ সকালেই তো মা ওর জন্য টেবিলে এক গ্লাস জুস রেখে গেলেন। কিন্তু সেই জুস নেই! তুতুম অবাক! জুস গেল কোথায়? তারপর গ্লাস নিয়ে ও ঘরে গেল। মা ও বাবার কাছে জানতে চাইল, ‘আমার জুস কে খেয়েছে?’ মা যেন আকাশ থেকে পড়লেন। অবাক হয়ে বললেন, ‘তুই খেয়েছিস তুতুম। তোর ঠোঁটেই তো এখনো জুস লেগে আছে।’ তুতুম অবাক হয়ে মুখে হাত দেয়। হ্যাঁ, সত্যিই তো! ওর ঠোঁট ভিজে আছে।
তুতুম কিছুই বুঝতে পারে না। ও তো জুস খায়নি! নাকি খেয়ে ভুলে গেছে? এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে রবিউল কমলের লেখা ‘নকিপুরের নেকড়ে’ বইতে। এবারের অমর একুশে বইমেলায় এটি প্রকাশ করেছে ‘জ্ঞানকোষ প্রকাশনী’। প্রচ্ছদ এঁকেছেন মানব।
বইটির এক গল্পে তিন বন্ধু তুতুম, রাসেল ও মেহেদী। ওরা নোয়াবেকি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। তুতুমের আরেক বন্ধু ভূত, নাম ভোলানাথ। বটগাছে ঝুলে ঝুলে দিন কাটে তার। ওদের স্কুলে নানা রকম ভূতুড়ে ঘটনা ঘটায় ভোলানাথ। অঙ্ক স্যারের হাতের লাঠি সাপ হয়ে যাচ্ছে! বিজ্ঞান স্যারের মাথায় তেলাপোকা হাঁটছে!
হঠাৎ নোয়াবেকিতে বাঘ এসে ছেলেকে একটি ধরে নিয়ে যায়! আবার হেড স্যারের মেয়েকে অপহরণ করেছে নকিপুরের ভয়ংকর নেকড়ে বাহিনী! তুতুমরা কি পারবে তাদের উদ্ধার করতে? এমন আরও জিজ্ঞাসার উত্তর মিলবে ভয়, রহস্য আর অ্যাডভেঞ্চারের মিশেল ‘নকিপুরের নেকড়ে’ বইয়ে।